৫৫/বি (৩য় তলা), পুরানা পল্টন, ঢাকা-১০০০

ফোন : ০২-৯৫৬৭১৩০, ফ্যাক্স : ০২-৭১৬১০৮০

ইসলামী যুব আন্দোলন বরগুনা জেলা সম্মেলনে পীর সাহেব চরমোনাই

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার উদ্যোগে জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান রুহানি-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ রেজাউল করিম আকন-এর সঞ্চালনায় সোমবার (৬ ফেব্রুয়ারি, ২০২৩) বেলা ১১টায় স্থানীয় একটি অডিটোরিয়ামে জেলা সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই), বিশেষ অতিথি ছিলেন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান এবং প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকী।

আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা মুহা. আল-আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-অর্থ ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক নাসির উদ্দিন খাঁন।

সম্মেলনে প্রধান অতিথি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৩-২০২৪ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন-
সভাপতি : মুহাম্মাদ রেজাউল করীম আকন
সহ-সভাপতি : সাইফুল ইসলাম রুবেল
সাধারণ সম্পাদক : এইচ এম আহমাদুল্লাহ

শেয়ার করুন

অন্যান্য রাজনৈতিক কর্মসূচি

Scroll to Top

সদস্য ফরম

নিচের ফরমটি পূরণ করে প্রাথমিক সদস্য হোন

small_c_popup.png

প্রশ্ন করার জন্য নিচের ফরমটি পূরণ করে পাঠিয়ে দিন