ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, ঘোষিত তারিখে মাদরাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন। দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের জীবন চরম দুর্বিষহ হয়ে উঠছে। এমতাবস্থায় শিক্ষার সকল বিভাগ খুলে দিয়ে শিক্ষার্থীদের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে। তিনি বলেন, গত বছরের মার্চ মাসে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। কয়েকবার খুলে দেয়ার উদ্যোগ নেয়া হলেও তা আর কার্যকর করা সম্ভব হয়নি। প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর আগামী ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য সরকার ও শিক্ষামন্ত্রী যে ঘোষণা করেছেন, তা কার্যকর করুন। তিনি বলেন, বেসরকারি ও ননএমপিও প্রাইমারি শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিক্ষক-কর্মচারীরা আজ মানবেতর জীবন-যাপন করছে।
আজ মঙ্গলবার বিকেলে দেশের চলমান পরিস্থিতি নিয়ে এক পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে অংশ নেন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, আলহাজ্ব আমিনুল ইসলাম, সহকারি মহাসচিব প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা খলিলুর রহমান, বরকতউল্লাহ লতিফ ও জিএম রুহুল আমীন প্রমুখ।