ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, দেশে ওলামায়ে কেরামের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। রাজনীতিতে সৎ, যোগ্য ও ওলামায়ে কেরামের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হলে নায়েবে নবী ওলামায়ে কেরামকেই মূখ্য ভূমিকা পালন করতে হবে।
৭ জানুয়ারি ২০২২ শুক্রবার, বেলা ১১টায় চট্টগ্রামের পলোগ্রাউন্ড ময়দানে জাতীয় উলামা মাশায়েখ-আইম্মা পরিষদ চট্টগ্রাম মহানগর আয়োজিত ওলামা-মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, আল্লামা নূরুল হুদা ফয়েজী, অধ্যাপক আশরাফ আলী আকন, পীর সাহেব উজানী রহ.-এর সাহেবজাদা মাওলানা মাহবুবে এলাহী, মাওলানা লোকমান হোসাইন জাফরী।