দ্রুত শুরা ডেকে হাটহাজারী সমস্যার সমাধান করুন-শায়েখে চরমোনাই
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই হাটহাজারী মাদরাসার চলমান অস্থিরতা নিরসনকল্পে মুরুব্বী আলেমদের দ্রুত পদক্ষেপ গ্রহণ করার আহবান জানিয়েছেন। এক ভিডিও বার্তায় মুফতী ফয়জুল করীম হাটহাজারী মাদরাসার চলমান সমস্যা সমাধানে শুরা বৈঠক আহবান করে সমস্যার সমাধান করার অনুরোধ করেছেন। অন্যথায় পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।
মুফতী ফয়জুল করীম বলেন, কওমি মাদরাসা নিয়ে অনেকদিন ধরে গভীর ষড়যন্ত্র চলছে। এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।
তিনি ওলামায়ে কেরামগণকে অনুরোধ করে বলেন, “অনেক বিলম্ব হয়ে গেছে, আরো অনেক আগেই উদ্যোগ নিয়ে সমস্যা সমাধান করা প্রয়োজন ছিল। আর সময়ক্ষেপণ না করে মুরুব্বী ওলামায়ে কেরামদের দ্রুত মজলিসে শুরার বৈঠক ডেকে এ সমস্যার সমাধান করার অনুরোধ করেন। বিশেষ করে হাটহাজারী মাদরাসা, পটিয়া মাদরাসা, জিরি মাদরাসা, চারিয়া মাদরাসা, বাবুনগর মাদরাসাসহ চট্টগ্রামের বড় বড় মারাসাগুলোকে এ সমস্যা নিরসনে এগিয়ে আসতে হবে এবং হাটহাজারীর চলমান সমস্যার দ্রুত সমাধানে দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে। দ্রুত সমাধান না করলে হয়তোবা অন্যদিকে মোড় নিতে পারে। যা কারো জন্য কাম্য নয়। তিনি কওমী মাদরাসাগুলোকে যেন হেফাজত করেন এজন্য মহান রব্বুল আলামিনের সাহায্য কামনা করেন।
উত্তপ্ত হাটহাজারীর পরিস্থিতি নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই এর গুরুত্বপূর্ণ বক্তব্য।
Posted by Islami Andolan Bangladesh on Wednesday, 16 September 2020