ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) বলেছেন, দেশ আজ সন্ত্রাসের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। সরকারি দলের ছত্রছায়ায় বেড়ে উঠা এসব সন্ত্রাসীদের হাতে গোটা দেশের মানুষ জিম্মি হয়ে আছে। কলেজ-বিশ্ববিদ্যালয়গুলো সন্ত্রাসীদের অভয়ারণ্যে রূপান্তরিত হয়েছে। এসব সন্ত্রাসীদের তত্ত্বাবধানে আজ মাদকের ভয়াবহ সয়লাব; ছাত্র ও যুবসমাজ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে। সরকার এর দায় এড়াতে পারে না। তাই সরকারকেই কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।
আজ মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ি শাপলা চত্বরে (মুক্তমঞ্চ) ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখা আয়োজিত বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপর্যুক্ত কথাগুলো বলেন।
সন্ত্রাস, উগ্রবাদ ও মাদকের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি, ইসলাম ও আলেম-ওলামা বিদ্বেষী চক্রান্তের প্রতিবাদ, পার্বত্য চট্টগ্রামের বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্ত-ষড়যন্ত্রের প্রতিবাদে জেলা সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন-এর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা কাউছার আজিজী’র পরিচালনায় অনুষ্ঠিত বিশাল জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক মুফতি দেলাওয়ার হোসাইন সাকী, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব জান্নাতুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাওলানা মোরশেদুল আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য মাওলানা সানাউল্লাহ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক মাওলানা নুরুল কবির আরমান, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা সভাপতি হাফেজ জামাল উদ্দিন মৃধা, ইসলামী যুব আন্দোলন খাগড়াছড়ি জেলা সভাপতি মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা সভাপতি মুহাম্মদ রবিউল মিয়াজি, শিক্ষক ফোরাম সভাপতি মাওলানা নাসির উদ্দীন প্রমূখ।
মুফতী ফয়জুল করীম আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম আজও সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের কবলে পুরো পার্বত্য চট্টগ্রাম। ইউপিডিএফ, জেএসএসসহ বিচ্ছিন্নবাদী সন্ত্রাসীগোষ্ঠির সন্ত্রাস, চাঁদাবাজী, জুলুম- নির্যাতনে পার্বত্য চট্টগ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। তাই পার্বত্য চট্টগ্রাম নিয়ে দেশদ্রোহী সন্ত্রাসীগোষ্ঠী ও তাদের মদদদাতাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে, পার্বত্য চট্টগ্রাম নিয়ে কোন চক্রান্ত-ষড়যন্ত্র বরদাশত করা হবে না।