সীতাকুণ্ড ট্র্যাজেডিতে আহত বার্ন ইউনিটে চিকিৎসাধীন রোগীর স্বজনদের প্রত্যহ দুই বেলা খাবারের ব্যবস্থা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ। এই লক্ষ্যে গতকাল সন্ধ্যায় বার্ন ইউনিটে চিকিৎসাধীন রোগীর স্বজনদের সাথে মতবিনিময় করে খাবার বুঝিয়ে দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারি মহাসচিব এবং ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণের জয়েন্ট সেক্রেটারি ডাক্তার মো. শহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি মো. আব্দুল আহাদ, অর্থ সম্পাদক মো. নজরুল ইসলাম খোকন, থানা সেক্রেটারি কামরুল হাসান সুমনসহ নগর ও থানা নেতৃবৃন্দ।