ইসলামী আন্দোলনের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, রংপুরবাসী কোন দুর্নীতিবাজকে মেয়র হিসেবে দেখতে চায় না। সৎ, যোগ্য ও আল্লাহভীরু মেয়র প্রার্থীকে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী করতে হবে। হাতপাখা মার্কার প্রার্থীকে বিজয়ী করে রংপুর সিটি কর্পোরেশনকে একটি মডেল সিটি কর্পোরেশন হিসেবে গড়ে তুলতে হবে। তিনি সর্বস্তরের নেতাকর্মী এবং নগরবাসীকে হাতপাখার পক্ষে ঐক্যবদ্ধভাবে ভোটযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। তিনি বলেন, বারবার ঘুরে ফিরে যদি আমরা দুর্নীতিবাজদেরকে বিজয়ী করি, তাহলে রংপুর সিটির জনগণকে চরম খেসারত দিতে হবে।
২৬ অক্টোবর ২০২২ বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর আয়োজিত কর্মী ও সুধী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহরের সুমি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত কর্মী ও সুধী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন। রংপুর মহানগরের সভাপতি আব্দুর রহমান কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে জননেতা আমিরুজ্জামান পিয়াল-এর নাম ঘোষণা করেন দলের আমীর পীর সাহেব চরমোনাই। এসময় রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে চারজন কাউন্সিলর প্রার্থীর নামও ঘোষণা করা হয়।
পীর সাহেব চরমোনাই আরো বলেন, চলমান রাজনৈতিক অস্থিরতা দূর করতে, একটি নির্দলীয় এবং নিরপেক্ষ জাতীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
[প্রেস বিজ্ঞপ্তি]
❝রাজনীতিতে গুণগত ও আদর্শিক পরিবর্তন প্রয়োজন❞
– লালমনিরহাট জনসভায় পীর সাহেব চরমোনাই🔷 রংপুরে হাতপাখার মেয়রপ্রার্থী হিসেবে জননেতা আমিরুজ্জামান পিয়াল-এর নাম ঘোষণাhttps://t.co/MvoiAGmDyS pic.twitter.com/HQ00noqOkd
— Islami Andolan Bangladesh (@IAB_1987) October 27, 2022