৫৫/বি (৩য় তলা), পুরানা পল্টন, ঢাকা-১০০০

ফোন : ০২-৯৫৬৭১৩০, ফ্যাক্স : ০২-৭১৬১০৮০

রাজনীতিতে গুণগত ও আদর্শিক পরিবর্তন প্রয়োজন – লালমনিরহাট জনসভায় পীর সাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, রাজনীতিতে গুণগত ও আদর্শিক পরিবর্তন প্রয়োজন। স্বাধীনতার ৫১ বছরে যারা দেশকে দুর্নীতিমুক্ত করতে ব্যর্থ হয়ে নিজেরাই দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত, আগামী নির্বাচনে তাদেরকে প্রত্যাখান করতে হবে। ইসলাম, দেশ ও মানবতা আজ বিপন্নের পথে। স্বাধীনতার ৫১ বছরে দেশের শান্তি ও মানবতার মুক্তির লক্ষে বারবার সরকার পরিবর্তন এবং মার্কার পরিবর্তন হলেও শান্তি আর মুক্তি ফিরে আসেনি। তিনি বলেন, দেশের স্থায়ী শান্তি এবং মানবতার সার্বিক মুক্তির জন্যে ইসলামের বিকল্প নেই।

আজ (২৭ অক্টোবর ২০২২) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের আকাশচুম্বী মূল্যবৃদ্ধির প্রতিবাদ, শিক্ষা সিলেবাসে ধর্মীয় শিক্ষা সংকোচনের প্রতিবাদ, মদের বিধিমালা বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি এবং দারিদ্র্যতামুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষে (১ এপ্রিল ২০২২ ঢাকায় অনুষ্ঠিত) জাতীয় মহাসমাবেশ থেকে ঘোষিত ১৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম হোসেন খান-এর সভাপতিত্বে স্থানীয় কুলাঘাট হাইস্কুল মাঠের জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন। বক্তব্য রাখেন শ্রমিক নেতা মাওলানা নুরুল আমিন সিদ্দিকী, ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি মকসুদুর রহমান, শ্রমিক নেতা আনসার আলী রয়েল প্রমুখ।

[প্রেস বিজ্ঞপ্তি]

শেয়ার করুন

অন্যান্য গণআন্দোলন, রাজনৈতিক কর্মসূচি

Scroll to Top

সদস্য ফরম

নিচের ফরমটি পূরণ করে প্রাথমিক সদস্য হোন

small_c_popup.png

প্রশ্ন করার জন্য নিচের ফরমটি পূরণ করে পাঠিয়ে দিন