জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়ার ছদরে মুহতামিম ও শাইখুল হাদীস, এদারায়ে তা’লিমিয়্যা ব্রাহ্মণবাড়িয়ার প্রধান ও ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহ.-এর মেয়ের জামাতা আল্লামা আশেকে এলাহী ইব্রাহীমীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে মরহুমের মাগফিরাত কামনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।
পৃথক পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করে মরহুমের মাগফিলাত কামনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইইনুছ আহমাদ।
আজ মঙ্গলবার এক শোকবাণীতে বলেন, আল্লামা আশেকে এলাহী ইব্রাহীমী ছিলেন একজন প্রথিতযশা আলেম, হাদীস বিশারদ ও বুজুর্গ আলেম। তার ইন্তেকালে দেশবাসী একজন বরেণ্য আলেমেদীনকে হারালো। তিনি বহুমুখি খেদমতের সাথে জড়িত ছিলেন। তাঁর অসংখ্য ছাত্র দেশবিদেশে ছড়িয়ে রয়েছে। তাঁর ইন্তেকালে দেশবাসীর অপুরণীয় ক্ষতি সাধিত হলো। যার অভাব দীর্ঘদিন অনুভূত হবে।
মহান রব্বুল আলামিন হযরতের সকল নেককাজকে কবুল করে জান্নাতের সর্বোচ্চ মর্যদা দান করুন। সেইসাথে পরিবার, পরিজন, ছাত্র, মুহিব্বীনসহ সকলকে সবর করার তৌফিক দিন, আমিন।