আরবী নববর্ষ উপলক্ষে দেশবাসীকে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা ও অভিনন্দন
আরবী নববর্ষ ১৪৪৫-এর আগমন উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।
গতকাল বুধবার এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মোহম্মদ (সা.)-এর মহান জীবনের অন্যতম শ্রেষ্ঠ একটি যুগান্তকারী ঘটনা হিজরত অবলম্বনে প্রবর্তিত হিজরী সন ১৪৪৫ আমাদের দ্বারপ্রান্তে সমাগত। তিনি বলেন, হিজরতকালীন দিনগুলোর কথা স্মরণে রেখে আমাদেরও আজ প্রতিরোধ করতে হবে ইসলামবিরোধী সকল চক্রান্ত। রুখতে হবে সমাজের সকল অনাচার, অবিচার, জুলুম। অনৈসলামীকরণের তাদের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি অঙ্গনে, প্রতিটি কর্মকাণ্ড বর্জন করতে হবে। বর্তমানে জাতির উপর চেপে বসা জগদ্দল পাথরের ন্যায় যে সরকার এই সরকারের বিরুদ্ধে বজ্রকঠিনভাবে আন্দোলন সংগ্রাম করতে হবে। এটাই হওয়া উচিত আমাদের এবারের ইসলামী নববর্ষের শপথ।