উপদেষ্টা হাসান আরিফ এর ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম
পীর সাহেব চরমোনাই’র মাগফেরাত কামনা
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ এর ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।
আজ এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, জনাব হাসান আরিফ দেশের খ্যাতনামা একজন আইনজীবী হিসেবে আইনাঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জনগণের কল্যাণে তিনি বর্তমানসহ দুইবার সরকারের উপদেষ্টা ও এ্যাটর্নী জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আমি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং আল্লাহ রাব্বুল আলামীন তাঁর সকল ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন এই দুআ করি।