৫৫/বি (৩য় তলা), পুরানা পল্টন, ঢাকা-১০০০

ফোন : ০২-৯৫৬৭১৩০, ফ্যাক্স : ০২-৭১৬১০৮০

ঐতিহাসিক ৮ দফা

 

বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, রাষ্ট্রীয় অখণ্ডতা, মানুষের জীবনের নিরাপত্তা, মানবাধিকার সংরক্ষণ, জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠা এবং আওয়ামীলীগসহ সকল ইসলাম বিরোধী শক্তির ষড়যন্ত্র থেকে দেশ, ইসলাম ও মানবতা রক্ষার লক্ষে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এর সংগ্রামী আমীর হযরত মাওলানা সৈয়দ মুহাম্মাদ ফজলুল করীম পীর সাহেব চরমোনসাই এর ঘোষিত ৮ দফা।

১. কোরআন-সুন্নাহ বিরোধী কোন আইন পাশ না করা এবং বিদ্যমান কোরআন-সুন্নাহ বিরোধী আইন পর্যায়ক্রমে সংশোধন করা। সেই সাথে সাংবিধানিকভাবে এর গ্যারান্টি ক্লজ থাকা।

২. জাতীয় শরীয়াহ্ বোর্ড ও বিচার বিভাগে শরীয়াহ্ বেঞ্চ গঠন করা এবং আল্লাহ্ -রাসূল সা. ও শরীয়তের বিরুদ্ধে কটুক্তিকারীদের শাস্তির বিধান করা।

৩. আদর্শ ও দেশপ্রেমিক নাগরিক গড়ার লক্ষে শিক্ষার সর্বস্তরে প্রয়োজনীয় দীনি শিক্ষা বাধ্যতামূলক রাখা। নতুন প্রজন্মের নৈতিকতা রক্ষাকল্পে চরিত্র বিধ্বংসী অপসংস্কৃতি বন্ধ করা।

৪. ভিক্ষাবৃত্তি একটি জাতীয় অভিশাপ। এ অভিশাপ থেকে বাঁচার জন্য ভিক্ষকমুক্ত দেশ গড়া। এ লক্ষে বিকলাঙ্গ ভিক্ষকদের সরকারীভাবে পূনর্বাসনের ব্যবস্থা করা এবং কর্মক্ষম ভিক্ষকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা।

৫. সন্ত্রাস-দুর্নীতি একটি জাতীয় গজব। এ গজব থেকে বাঁচার জন্য সন্ত্রাস ও দূর্নীতিমুক্ত দেশ গড়া। এ লক্ষে সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের আশ্রয়-প্রশ্রয় না দিয়ে তাদের সংশোধনের ব্যবস্থা করা; সংশোধন না হলে তাদের মূলোৎপাটন করা।

৬. বেকারত্ব একটি জাতীয় বোঝা ও অনগ্রসরতার প্রতীক। এ বোঝা থেকে মুক্তি পাবার লক্ষে ব্যাপক শিল্পায়ন ও শিল্পোৎপাদন বৃদ্ধি করে বেকারত্ব দূর করার কার্যকরী ব্যবস্থা করা। কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষে আধুনিক প্রযুক্তির ব্যবহার, সার-ঔষধ ও বীজের দাম কমানো এবং গরীব কৃষকদের মাঝে সহজ শর্তে ঋণ প্রদান করা।

৭. নারী সমাজের যথাযথ সম্মান ও অধিকার প্রতিষ্ঠা। সংখ্যালঘুদের সকল ধর্মীয়, নাগরিক ও রাজনৈতিক অধিকারের নিশ্চয়তা বিধান। শ্রমিকের ন্যায্য মজুরী ও অধিকারের নিশ্চয়তা। সকল পর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সততা ও যোগ্যতার ভিত্তিতে সম্মানজনক বেতন-ভাতা, আনুসঙ্গিক সুযোগ-সুবিধা প্রদান ও পদোন্নতির ব্যবস্থা করা।

৮. দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তা বিধানকল্পে সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করা।

উক্ত ৮ দফার ভিত্তিতে দেশব্যাপী জনমত গড়ে তুলুন এবং এর পক্ষের শক্তিকে জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত করুন।

Scroll to Top

সদস্য ফরম

নিচের ফরমটি পূরণ করে প্রাথমিক সদস্য হোন

small_c_popup.png

প্রশ্ন করার জন্য নিচের ফরমটি পূরণ করে পাঠিয়ে দিন