বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, রাষ্ট্রীয় অখণ্ডতা, মানুষের জীবনের নিরাপত্তা, মানবাধিকার সংরক্ষণ, জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠা এবং আওয়ামীলীগসহ সকল ইসলাম বিরোধী শক্তির ষড়যন্ত্র থেকে দেশ, ইসলাম ও মানবতা রক্ষার লক্ষে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এর সংগ্রামী আমীর হযরত মাওলানা সৈয়দ মুহাম্মাদ ফজলুল করীম পীর সাহেব চরমোনসাই এর ঘোষিত ৮ দফা।
১. কোরআন-সুন্নাহ বিরোধী কোন আইন পাশ না করা এবং বিদ্যমান কোরআন-সুন্নাহ বিরোধী আইন পর্যায়ক্রমে সংশোধন করা। সেই সাথে সাংবিধানিকভাবে এর গ্যারান্টি ক্লজ থাকা।
২. জাতীয় শরীয়াহ্ বোর্ড ও বিচার বিভাগে শরীয়াহ্ বেঞ্চ গঠন করা এবং আল্লাহ্ -রাসূল সা. ও শরীয়তের বিরুদ্ধে কটুক্তিকারীদের শাস্তির বিধান করা।
৩. আদর্শ ও দেশপ্রেমিক নাগরিক গড়ার লক্ষে শিক্ষার সর্বস্তরে প্রয়োজনীয় দীনি শিক্ষা বাধ্যতামূলক রাখা। নতুন প্রজন্মের নৈতিকতা রক্ষাকল্পে চরিত্র বিধ্বংসী অপসংস্কৃতি বন্ধ করা।
৪. ভিক্ষাবৃত্তি একটি জাতীয় অভিশাপ। এ অভিশাপ থেকে বাঁচার জন্য ভিক্ষকমুক্ত দেশ গড়া। এ লক্ষে বিকলাঙ্গ ভিক্ষকদের সরকারীভাবে পূনর্বাসনের ব্যবস্থা করা এবং কর্মক্ষম ভিক্ষকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা।
৫. সন্ত্রাস-দুর্নীতি একটি জাতীয় গজব। এ গজব থেকে বাঁচার জন্য সন্ত্রাস ও দূর্নীতিমুক্ত দেশ গড়া। এ লক্ষে সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের আশ্রয়-প্রশ্রয় না দিয়ে তাদের সংশোধনের ব্যবস্থা করা; সংশোধন না হলে তাদের মূলোৎপাটন করা।
৬. বেকারত্ব একটি জাতীয় বোঝা ও অনগ্রসরতার প্রতীক। এ বোঝা থেকে মুক্তি পাবার লক্ষে ব্যাপক শিল্পায়ন ও শিল্পোৎপাদন বৃদ্ধি করে বেকারত্ব দূর করার কার্যকরী ব্যবস্থা করা। কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষে আধুনিক প্রযুক্তির ব্যবহার, সার-ঔষধ ও বীজের দাম কমানো এবং গরীব কৃষকদের মাঝে সহজ শর্তে ঋণ প্রদান করা।
৭. নারী সমাজের যথাযথ সম্মান ও অধিকার প্রতিষ্ঠা। সংখ্যালঘুদের সকল ধর্মীয়, নাগরিক ও রাজনৈতিক অধিকারের নিশ্চয়তা বিধান। শ্রমিকের ন্যায্য মজুরী ও অধিকারের নিশ্চয়তা। সকল পর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সততা ও যোগ্যতার ভিত্তিতে সম্মানজনক বেতন-ভাতা, আনুসঙ্গিক সুযোগ-সুবিধা প্রদান ও পদোন্নতির ব্যবস্থা করা।
৮. দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তা বিধানকল্পে সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করা।
উক্ত ৮ দফার ভিত্তিতে দেশব্যাপী জনমত গড়ে তুলুন এবং এর পক্ষের শক্তিকে জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত করুন।