ইউনিয়ন/ওয়ার্ড শাখা
গ্রাম/মহল্লা শাখা থেকে তিনজন প্রতিনিধি, ইউনিয়ন/ওয়ার্ড শাখার আমেলা ও উপদেষ্টা পরিষদের সমন্বয়ে ইউনিয়ন/ওয়ার্ড শাখার মজলিসে শুরা গঠিত হবে। অতঃপর থানা প্রতিনিধি তাদের সঙ্গে পরামর্শের মাধ্যমে ইউনিয়ন/ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি নির্বাচিত/মনোনীত হবেন।