জেলা শাখা
ক. জেলার অন্তর্গত প্রত্যেক থানা শাখার সভাপতি, সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক, জেলা আমেলা এবং জেলা উপদেষ্টা পরিষদের সদস্যদের সমন্বয়ে জেলা মজলিসে শুরা গঠিত হবে।
খ. কেন্দ্রীয় প্রতিনিধির উপস্থিতিতে জেলা মজলিসে শুরার মাধ্যমে জেলার সভাপতি ও সেক্রেটারি নির্বাচিত হবেন।
গ. মনোনীত/নির্বাচিত সভাপতি ও সে্ক্রেটারি কেন্দ্রীয় প্রতিনিধির উপস্থিতিতে জেলা মজলিসে শুরার মাধ্যমে সহ-সভাপতিসহ অবশিষ্ট দায়িত্বশীল ও সদস্য মনোনীত/নির্বাচিত করবেন। তবে সর্বাবস্থায় কেন্দ্রের অনুমোদন নিতে হবে।
মহানগর/সাংগঠনিক জেলা
ক. ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর ও নারায়ণগঞ্জ মহানগর জেলার মর্যাদা পাবে।
খ. জেলা শাখার অনুরূপ মহানগরী শাখা গঠিত হবে।
গ. কেন্দ্রীয় মজলিসে আমেলার সিদ্ধান্তক্রমে অন্য কোন শহরও সাংগঠনিক জেলা শাখার মর্যাদা পেতে পারে।