৫৫/বি (৩য় তলা), পুরানা পল্টন, ঢাকা-১০০০

ফোন : ০২-৯৫৬৭১৩০, ফ্যাক্স : ০২-৭১৬১০৮০

জেলা/মহানগর কাঠামো

জেলা শাখা

ক. জেলার অন্তর্গত প্রত্যেক থানা শাখার সভাপতি, সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক, জেলা আমেলা এবং জেলা উপদেষ্টা পরিষদের সদস্যদের সমন্বয়ে জেলা মজলিসে শুরা গঠিত হবে।

খ. কেন্দ্রীয় প্রতিনিধির উপস্থিতিতে জেলা মজলিসে শুরার মাধ্যমে জেলার সভাপতি ও সেক্রেটারি নির্বাচিত হবেন।

গ. মনোনীত/নির্বাচিত সভাপতি ও সে্ক্রেটারি কেন্দ্রীয় প্রতিনিধির উপস্থিতিতে জেলা মজলিসে শুরার মাধ্যমে সহ-সভাপতিসহ অবশিষ্ট দায়িত্বশীল ও সদস্য মনোনীত/নির্বাচিত করবেন। তবে সর্বাবস্থায় কেন্দ্রের অনুমোদন নিতে হবে।

 

মহানগর/সাংগঠনিক জেলা

ক. ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর ও নারায়ণগঞ্জ মহানগর জেলার মর্যাদা পাবে।

খ. জেলা শাখার অনুরূপ মহানগরী শাখা গঠিত হবে।

গ. কেন্দ্রীয় মজলিসে আমেলার সিদ্ধান্তক্রমে অন্য কোন শহরও সাংগঠনিক জেলা শাখার মর্যাদা পেতে পারে।

Scroll to Top

সদস্য ফরম

নিচের ফরমটি পূরণ করে প্রাথমিক সদস্য হোন

small_c_popup.png

প্রশ্ন করার জন্য নিচের ফরমটি পূরণ করে পাঠিয়ে দিন