থানা/উপজেলা/পৌরসভা শাখা
ক. থানা/উপজেলা/পৌরসভার অন্তর্গত প্রত্যেক ইউনিয়ন, ওয়ার্ড থেকে ৩ জন প্রতিনিধি, থানা/উপজেলা/পৌরসভা শাখার আমেলা ও উপদেষ্টা পরিষদের সমন্বয়ে থানা/উপজেলা/পৌরসভার মজলিসে শুরা গঠিত হবে। অতঃপর জেলা প্রতিনিধির উপস্থিতিতে জেলা শাখার অনুরূপ থানা/উপজেলা/পৌরসভা শাখার মজলিসে আমেলা গঠিত হবে।