বিগত ১৫ বছরে মানুষ পরাধীনতার শিকলে আবদ্ধ ছিলো দেশকে সংস্কার করে যৌক্তিক সময়ে নির্বাচন হওয়াই যুক্তিযুক্ত -মুফতী ফয়জুল করীম (শায়খে চরমোনাই)
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, বিগত ১৬ বছরে যারা দেশকে অর্থনৈতিকভাবে ভঙ্গুর করে দিয়ে, দেশের টাকা বিদেশে পাচার করে দেশকে দেউলিয়া করে ফেলেছে এবং সর্বত্র জুলুম নির্যাতনের রাজস্ব কায়েম করে রেখেছিলো সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করি। তিনি ৭১ সালে দেশ স্বাধীন হলেও বিগত সরকারের আমলে আমরা স্বাধীন দেশে ছিলাম পরাধীন। ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের পরে আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি। তাই এ অর্জন আমাদের ধরে রাখতে হবে। এজন্য পরীক্ষিত দুর্নীতিবাজ, খুনি ও জুলুমবাজদের ক্ষমতায় নেওয়া যাবে না।
আজ রবিবার, বিকেলে রাজধানীর আদাবর সুনিবীড় হাউজিং সোসাইটি ৪০ ফিট মেইন রোডে গণহত্যার বিচার এবং দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার দাবিতে অনুষ্ঠিতব্য গণসমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের আদাবর থানা শাখার সভাপতি আলহাজ্ব সাদেকুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশ প্রধান বক্তার বক্তব্য রাখেন, দলের সরকারি মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম, ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, নগর উত্তর সহ-সভাপতি মাওলানা নুরুল ইসলাম নাইম, যুবনেতা হাফিজুল হক ফাইয়াজ প্রমূখ।
মুফতী ফয়জুল করীম বলেন, স্বঘোষিত আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে বিভিন্ন মন্দির ও থানা পাহারা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। সহিংসতার রাজনীতি বিশ্বাস করে না আমার দল। ভারত বাক-স্বাধীনতার নামে হযরত মুহাম্মদ (সা.)-এর বিরুদ্ধে কটূক্তি করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। তাই বাংলাদেশ অন্তর্র্বতীকালীন সরকারকে আন্তর্জাতিক আদালতে মোদি সরকারের বিরুদ্ধে মামলা করতে হবে।