দৈনিক প্রথম আলো পত্রিকার বিশেষ প্রতিনিধি সেলিম জাহিদের পিতা অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মকর্তা মাস্টার মাহবুবুল হক ভূঁইয়া (৯২) এর ইন্তেকালে শোক প্রকাশ ও মাগফেরাত কামনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই ও মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও মহাসচিব আজ ২৮ জানুয়ারী, গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে বিশেষ দুআ করেন।
নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন, আল্লাহ রাব্বুল আলামীন মরহুম মাস্টার মাহবুবুল হক ভূঁইয়া’র সকল ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গকে ধৈর্য্য ধারণ করার তাওফিক দান করুন।
উল্লেখ্য অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মকর্তা মাস্টার মাহবুবুল হক ভূঁইয়া (৯২) আজ ২৮ জানুয়ারী, মঙ্গলবার, বেলা ১১ ঘটিকায় ফেনী সদর উপজেলার উত্তর লক্ষ্মীপুরে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি প্রোস্টেট ক্যান্সারসহ নানাবিধ জটিল রোগে ভুগছিলেন।