ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ গণমাধ্যমে প্রকাশিত সংবাদে ৪ মাসে ৯৪৭ খুন, ৮শত ডাকাতি ও ৩০২ টি অপহরণের মামলার সংবাদে উদ্বেগ প্রকাশ করেছেন ।
তিনি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন দেশে ছিনতাই চাঁদাবাজিসহ অপরাধ হচ্ছে, অপরাধীরা গ্রেফতার হচ্ছে, আবার বের হয়ে এসে অপরাধে জড়িত হচ্ছে। পুলিশের কাজ এখনো গতিহীন, তারা উদ্যম হারিয়েছে এমন সংবাদে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। মানুষ নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত।
আজ ২৮ জানুয়ারী, মঙ্গলবার, বিকেলে পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাপ্তাহিক সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
অধ্যক্ষ ইউনুছ আহমাদ বলেন, অপরাধ প্রবণ এলাকা চিহ্নিত করে এসব যায়গায় ব্যারাকে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক পাহারায় নিয়োজিত করতে আহ্বান জানান।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাসচিব বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে দেশের মানুষ নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নিয়ে মানুষের জান মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, কে এম আতিকুর রহমান, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা নুরুল করীম আকরাম, মাওলানা এবিএম জাকারিয়া, আলহাজ্ব আবদুর রহমান, আতিকুর রহমান মুজাহিদ, মাওলানা মুহাম্মদ মকবুল হোসাইন, মুফতী দেলোয়ার হোসেন সাকী, এ্যাডভোকেট হাফেজ মাওলানা এম হাসিবুল ইসলাম, জি এম রুহুল আমিন, শহিদুল ইসলাম কবির, এ্যাডভোকেট মুহাম্মদ বরকতুল্লাহ লতিফ, মুফতী মানসুর আহমাদ সাকী, শাহ ইফতেখার তারিক, মুহাম্মাদ শহিদুল ইসলাম ও মুফতী মোস্তফা কামাল।