৫৫/বি (৩য় তলা), পুরানা পল্টন, ঢাকা-১০০০

ফোন : ০২-৯৫৬৭১৩০, ফ্যাক্স : ০২-৭১৬১০৮০

তুলশি গ্যাবর্ডের বক্তব্য অসত্য ও দুরভিসন্ধিমূলক -ইসলামী আন্দোলন বাংলাদেশ

  • হোম
  • বিবৃতি
  • তুলশি গ্যাবর্ডের বক্তব্য অসত্য ও দুরভিসন্ধিমূলক -ইসলামী আন্দোলন বাংলাদেশ
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান ভারতে দেয়া মার্কিন গোয়েন্দা প্রধান তুলশি গ্যাবর্ডের বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন, তুলশি গ্যাবার্ড বাংলাদেশ সম্পর্কে একগুচ্ছ মিথ্যা ও দুরভিসন্ধিমূলক বক্তব্য দিয়ে ভারতকে খুশি করার অপচেষ্টা করেছেন। অভ্যুত্থান পরবর্তীতে রাজনৈতিক কিছু হানাহানি হলেও তাতে যে সাম্প্রদায়িক কোন ইস্যু ছিলো না তা সারাবিশ্বে প্রতিষ্ঠিত সত্য। কিন্তু তিনি সাম্প্রদায়িকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ সম্পর্কে তার জ্ঞানের অপ্রতুলতার বহিঃপ্রকাশ করলেন। দায়িত্বে নতুন হওয়ায় তথ্যের অভাবের কারণেও এটা হতে পারে অথবা তার ভারতীয় শেকরকে তুষ্ট করার প্রয়াসও হতে পারে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, সভ্যতায় বাংলাদেশের দীর্ঘ ইতিহাস রয়েছে। ইসলাম এই ভূখণ্ডে হাজার বছর ধরে মানুষের আনন্দ ও মুক্তির প্রেরণা হিসেবে কাজ করেছে। ইসলাম এখানে শান্তি ও সম্প্রিতির উৎস। পশ্চিম যে অর্থে “মৌলবাদ” কে সংজ্ঞায়িত করে সেই অর্থে মৌলবাদ বাংলা অঞ্চলে কোন কালেই ছিলো না। ফলে মিস গ্যাবার্ড যা বলেছেন তা ইতিহাস সম্পর্কে তার জ্ঞানের সীমাবদ্ধতা নির্দেশ করে।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন,বাংলাদেশ সকলের সাথে পারস্পরিক সহযোগীতামূলক মর্যাদাপূর্ণ সম্পর্কে বিশ্বাস করে। সমস্যা তৈরি হয় যখন কেউ বাংলাদেশের ওপরে প্রভূত্ব করতে চায় তখন। কারণ, আমাদের রক্তে অন্যের প্রভুত্ব করার বিষয়টা নাই। ভারত-বাংলাদেশ সম্পর্কের বর্তমান অবনতির কারণ ভারতের শিষ্টাচার বহির্ভূত আচরণ। এখানে আমাদের তরফে কিছু করার নাই।
ইসলামী আন্দোলনের যুগ্মমহাসচিব বলেন, বিশ্বরাজনীতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে নতুন করে বলার কিছু নাই। সাম্প্রতিক গাজায় যে অপরাধ করেছে ইজরায়েল ও যুক্তরাষ্ট্র মিলে তার দায় ইতিহাসের কাছে শোধ করতে হবে। তারপরেও আমরা যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক সহযোগিতাপূর্ণ সম্পর্ক চাই। তবে অবশ্যই তা হতে হবে সত্য, সন্মান ও মর্যাদার ভিত্তিতে।

শেয়ার করুন

অন্যান্য বিবৃতি

Scroll to Top

সদস্য ফরম

নিচের ফরমটি পূরণ করে প্রাথমিক সদস্য হোন

small_c_popup.png

প্রশ্ন করার জন্য নিচের ফরমটি পূরণ করে পাঠিয়ে দিন